টিকটিকি টিকটিক করলে কি হয়-ঘরে টিকটিকি তাড়ানোর উপায় সম্পর্কে জেনে নিন

আসসালামু আলাইকুম। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকটিকির নাম সবাই শুনেছেন। অনেক ঘরেই দেখা যায় এই টিকটিকির অবস্থান। আসলে আজকের বিষয়টি হচ্ছে এই টিকটিকি নিয়ে। অর্থাৎ ঘরে টিকটিকি থাকা ভালো না খারাপ এবং ঘরে টিকটিকি তাড়ানোর উপায় ইত্যাদি বিষয় নিয়ে এই আর্টিকেলে আলোচনা করা হবে।
টিকটিকি টিকটিক করলে কি হয়-ঘরে টিকটিকি তাড়ানোর উপায়
কিন্তু অনেকেই এই টিকটিকির নাম শুনে এই আর্টিকেলটি এড়িয়ে যাবে। কিন্তু এই আর্টিকেলে আপনি জানতে পারবেন ঘরে টিকটিকি থাকা ভালো না খারাপ এবং ঘরে টিকটিকি তাড়ানোর উপায় সম্পর্কে। তাহলে আসুন জেনে নেওয়া যাক উপরোক্ত বিষয় সম্পর্কে।

পেজ সূচিপত্রঃটিকটিকি টিকটিক করলে কি হয়-ঘরে টিকটিকি তাড়ানোর উপায়

ভূমিকা

বেশিরভাগ বাড়িতেই এই টিকটিকি দেখা যায়। আসলে এই টিকটিকি নিয়ে অনেকের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। অনেক প্রজাতির টিকটিকি রয়েছে। এই টিকটিকি থাকাটা তেমন খারাপ নয় কারণ এই টিকটিকি বাড়ির পোকামাকড় গুলো খেয়ে থাকে। এই টিকটিকি দিনের বেলায় তেমন দেখা যায় না। এরা সাধারণত রাতে বেশি বের হয় এবং এরা রাতে বের হয় সাধারণত পোকামাকড় খাবার উদ্দেশ্যে। এরা সাধারণত দেওয়ালে দেওয়ালে ঘুরে বেড়ায়। এদের ডাক সাধারণত টিক টিক। এদের এই টিক টিক ডাক শুনে খুব সহজেই এদের অবস্থান চিহ্নিত করা যায়। টিকটিকি থাকলে সুখ কিংবা ধন সম্পদ বৃদ্ধি পায় এরকম ধারণা অনেকে করে থাকে। আবার এই টিকটিকি যদি নতুন বাড়িতে দেখা যায় সেটাও শুভ বলে অনেকে মনে করে। 

আবার এই টিকটিকি অনেকের কাছে একটি বিরক্তিকর প্রাণী। অনেক সময়ই দেখা যায় এই টিকটিকি খাবারের উপর দিয়ে চলাফেরা করছে। এতে করে স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা রয়েছে। টিকটিকির যে লালা রয়েছে এটি অনেক মারাত্মক। তাই এই টিকটিকি তাড়ানোর জন্য অনেকে ব্যস্ত হয়ে ওঠে। তবে এমন কিছু নিয়ম রয়েছে যেগুলো অনুসরণ করলে ঘর থেকে এই টিকটিকি তাড়ানো খুবই সহজ হয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক ঘরে টিকটিকি তাড়ানোর উপায় গুলো সম্পর্কে।

টিকটিকি ঘরে থাকা ভালো না খারাপ

প্রিয় পাঠক এ পর্যায়ে আমরা জানবো টিকটিকি ঘরে থাকা আসলে ভালো না খারাপ এই বিষয় সম্পর্ক। এই নিয়ে বিভিন্ন ধরনের মতামত রয়েছে। তবে এমন কোন বাড়ি নেই যে, সে বাড়িতে টিকটিকি খুঁজে পাওয়া যাবে না। ঘরের কোনায়, দেওয়ালে ইত্যাদি জায়গায় দেখা যায়। অনেকেই বিশ্বাস করে যে টিকটিকি ঘরে থাকা খুবই ভালো লক্ষণ। আবার অনেকে বিশ্বাস করে টিকটিকি বাড়িতে থাকলে সুখ-সম্পদ বৃদ্ধি পায়।
আবার আপনি যখন নতুন বাড়িতে ঢুকবেন তখন যদি টিকটিকি দেখতে পাওয়া যায় সেটাকেও ভালো লক্ষণ হিসেবে ধরে নেওয়া হয়। এই টিকটিকি আবার আপনার ঘরের পরিবেশ কে ভালো রাখতে সাহায্য করে। ঘরে থাকা বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে ঘরকে ভালো রাখে। এই টিকটিকি নিয়ে আরও বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে। 

আবার এমনও বিশ্বাস করা হয় যে , যদি এই টিকটিকি মাথার উপর এসে পড়ে তাহলে অন্যের সাথে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আরো বিশ্বাস করা হয় যদি এই টিকটিকি আপনার চুল ছুয়ে যায় তাহলে সুখ আসবে এরকম মনে করা হয়। টিকটিকি নিয়ে আরো বিভিন্ন ধরনের বিষয় জানবো এই আর্টিকেলে।

জোড়া টিকটিকি দেখলে কি হয়

এই জোড়া টিকটিকি দেখলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এমন মনে করা হয়। তবে কিছু কিছু লোক আছে তারা বিশ্বাস করে যে, জোড়া টিকটিকি দেখলে ভালো বা শুভ ইঙ্গিত প্রকাশ করে। তবে কিছু আঞ্চলিক বিশ্বাস বা কুসংস্কার রয়েছে। কোন ভালো সংবাদ বা শুভ ইঙ্গিত বলে মনে করা হয়। আবার যদি দুটো টিকটিকি কে সঙ্গম করতে দেখা যায় তাহলে এটাও মনে করা হয় যে পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে। এই নিয়ে আরও বিভিন্ন ধরনের মতামত রয়েছে। তবে বাস্তবিকভাবে টিকটিকি একসঙ্গে থাকতে বা চলাফেরা করতে পছন্দ করে। 
আবার জোড়া টিকটিকি দেখলে ঘরে সুখ শান্তি বয়ে আসবে এটাও মনে করা হয়। এই জোড়া টিকটিকি দেখলে প্রেম কিংবা সম্পর্কের মধ্যে ভালো কিছু ঘটতে চলেছে এরকম মনে করা হয়। তবে যদি একাধিক টিকটিকি ঘরের মধ্যে মারামারি করতে দেখা যায় তাহলে সেটিকে ভালো লক্ষণ হিসেবে ধরা হয় না এরকম মনে করা হয়। তাহলে আশা করি এই আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছেন জোড়া টিকটিকি দেখলে কি কি ঘটনা ঘটতে পারে।

মেয়েদের বাম পায়ে টিকটিকি পড়লে কি হয়

প্রিয় পাঠক এ পর্যায়ে এবার আমরা জানবো আসলে মেয়েদের বাম পায়ে টিকটিকি পড়লে কি হতে পারে সে সম্পর্কে। তবে মেয়েদের বামে টিকটিকি পড়লে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে এ ধরনের বিভিন্ন ধরনের মতামত রয়েছে। আর মেয়েদের বাম পায়ে টিকটিকি পড়লে শুভ ইঙ্গিতের আভাস দেয় বলে মনে করা হয়। তবে মেয়েদের বাম পায়ে টিকটিকি পড়া মানে ভালো খবর বয়ে নিয়ে আসে এরকমও ধারণা করা হয়। 

আবার পুরুষদের ডান পায়ে পড়া মানেও সৌভাগ্যের ইঙ্গিত দেয়। তবে শরীরের আরও বিভিন্ন জায়গায় যদি এই টিকটিকি পড়ে তবে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে এরকম মতামত রয়েছে। টিকটিকি গায়ে কিংবা পায়ে পড়লে কি হয় এই বিষয়ে বিভিন্ন ধরনের মতামত রয়েছে যা জানার জন্য আপনাকে এই আর্টিকেল সম্পূর্ণ পড়তে হবে।

ঘরে টিকটিকি তাড়ানোর উপায়

আসলে ঘরে টিকটিকি থাকলে এই টিকটিকি তাড়ানোর জন্য অনেকে উঠে পড়ে লাগে। তবে বর্ষার সময় বাড়িতে পোকামাকড় বেড়ে যায়। আর এই পোকামাকড় খাবার জন্য টিকটিকির দল বাড়িতে চলে আসে। শীতকালে এই টিকটিকি খুব কম দেখা যায়, তবে গরম বাড়ার সাথে সাথে এরা বাইরে চলে আসে। আর এই টিকটিকি একটি অস্বস্তিকর প্রাণী। শুধু অস্বস্তিকর নয়, এটি অনেক বিষাক্ত হতে পারে। আর যদি আপনি এই টিকটিকি ঘর থেকে তাড়াতে চান, তাহলে কিছু কৌশল অবলম্বন করে এই টিকটিকি তাড়াতে পারেন। যেমন -
  • প্রথমত আপনি এই দিক থেকেই তাড়ানোর জন্য ন্যাপথলিন ব্যবহার করতে পারেন। এই ন্যাপথলিন বলটি ঘরের বিভিন্ন কোনায়, আলমারিতে, ড্রয়ারে রেখে দিন। এই ন্যাপথালিনের গন্ধ টিকটিকি সহ্য করতে পারে না, ফলে সে ঘর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।
  • ডিমের খোসা টিকটিকি তাড়াতে ব্যবহার করা হয়। অর্থাৎ ডিম একটু ফুটো করে ডিম বের করে নেয়ার পর সেই খোসাটি ঘরের যে কোন জায়গায় রেখে দিন।
  • টিকটিকি তাড়ানোর ক্ষেত্রে রসুন কিংবা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। এই রসুন কিংবা পেঁয়াজের গন্ধে টিকটিকি ঘর ছেড়ে পালিয়ে যেতে পারে।
  • টিকটিকি তাড়ানোর আরো একটি কার্যকরী উপায় হচ্ছে পেপার স্প্রে। এই পেপার স্প্রে বানানোর জন্য গোলমরিচের গুঁড়া নিয়ে পানির সঙ্গে মিশাতে হবে। যেখানে টিকটিকি বেশি দেখা যায় সেখানে স্প্রে করতে হবে। শুকনা মরিচের গুঁড়া দিয়েও এই স্প্রে তৈরি করা যায়।
  • এছাড়াও বাড়িঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এতে করে টিকটিকির সঙ্গে অন্যান্য কীটপতঙ্গ কম দেখা যাবে এবং আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে।
সুতরাং উপরোক্ত পদ্ধতিগুলো টিকটিকি তাড়ানোর জন্য আপনি ব্যবহার করে দেখতে পারেন।

ঘরে টিকটিকি থাকলে কি হয়

এই নিয়ে বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে। ঘরে টিকটিকি থাকলে অনেকেই একে শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করে। ঘরে টিকটিকির উপদ্রব বাড়লে অনেকের কাছে এটি বিরক্তিকর মনে হয়। তারপর সে এই টিকটিকি তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি প্রয়োগ করে। কিন্তু অনেকেই রয়েছে যারা এই টিকটিকি ঘরে থাকাকে শুভ লক্ষণ হিসেবে দেখে। তাই তারা ঘর থেকে টিকটিকি তাড়ানোর চেষ্টা করে না। তবে এই টিকটিকি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়তে হবে।

টিকটিকি টিকটিক করলে কি হয়

প্রিয় পাঠক এ পর্যায়ে আমরা জানবো টিকটিকি টিকটিক করলে কি হয় সেই সম্পর্কে। আসলে টিকটিকি টিকটিক করলে কি হতে পারে এই নিয়ে বিভিন্ন ধরনের মতামত রয়েছে। এমন অনেক সময় রয়েছে যে আপনি ভবিষ্যতে কি করবেন সেটা নিয়ে কথা বলছেন এই সময় টিকটিকি টিকটিক শব্দ করে উঠলো তখন অনেকে ভাবে সেই বিষয়টি সত্যি হবে। তবে এই বিষয়টি কতটা সত্যি আপনি কি সেটা জানেন? 
আসলে এই বিষয়টা নিয়ে আপনি কি কখনো চিন্তা করেছেন? তবে এই ধারণাকে অনেকে বিশ্বাস করে আবার অনেকে এটি কুসংস্কার হিসেবে ধরে নেই। যাই হোক এই টিকটিকি নিয়ে নিচের অংশে আরো আলোচনা করা হবে সেটি ধৈর্য সহকারে সম্পূর্ণ পড়ুন।

রাতে টিকটিকি ডাকলে কি হয়

তবে রাতে টিকটিকি ডাকলে মানুষের মনে বিভিন্ন ধরনের অনুভূতির সৃষ্টি হতে পারে। তবে যারা গ্রামাঞ্চলে থাকে তাদের মনে এ ধারণাটা জন্ম নিতে পারে। রাতে পোকামাকড় ডাকবে এটা তাদের স্বভাবগত আচরণ। আর এই টিকটিকি সাধারণত রাতে বের হয় খাবারের সন্ধানে তখন তারা ডাক দেয়।
তবে অনেকে রয়েছে এই টিকটিকির ডাককে শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করে। আবার অনেকে রয়েছে এটিকে অশুভ হিসেবে বিবেচনা করে। অর্থাৎ শুভ বা অশুভ কিছু ঘটবে বলে ধরে নেওয়া হয়।

খাবারে টিকটিকি পড়লে কি হয়

খাবারে টিকটিকি পড়লে কি হতে পারে সে সম্পর্কে এবার আমরা জানবো। খাবারে টিকটিকি পড়লে তেমন কোনো ক্ষতি হবে কিনা এই বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। তবে এই টিকটিকি যদি খাবার পড়ে সেটি অস্বাস্থ্যকর এবং অস্বস্তিকর মনে হতে পারে। এই টিকটিকি যদি অস্বাস্থ্যকর পরিবেশে থাকে এবং সেটি যদি খাবারে পড়ে তাহলে সেই খাবার জীবাণু দ্বারা সংক্রমণ হতে পারে। আর সেই খাবার পরবর্তীতে খেলে বদহজম সহ পেটের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। আর খাবারে টিকটিকি পড়লে সেই খাবারটি এড়িয়ে যাওয়া উচিত। আর খাবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই জরুরী।

ভাতে টিকটিকি পড়লে কি হয়

ভাতে যে কোন পোকামাকড় পড়লে সেটি নোংরা বা দূষিত হবে এটাই স্বাভাবিক। এরকম ভাতে টিকটিকি পড়লে সেটি নোংরা হয়ে যায়। ভাতে টিকটিকি পড়লে সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে। এর ফলে মাথা ব্যথা সহ পেটের সমস্যা দেখা দিতে পারে। তাই এ বিষয়ে সতর্ক হতে হবে। অর্থাৎ খাবারগুলোকে ঢেকে রাখতে হবে যাতে করে খাবারগুলোর উপর পোকামাকড় না পড়তে পারে। তাই আমাদের সকলের উচিত খাবারগুলোকে পরিষ্কার রাখা।

টিকটিকির পায়খানা খেলে কি হয়

টিকটিকির পায়খানা খেলে বিভিন্ন ধরনের রোগ হতে পারে এরকম অনেকে ধারণা করে। তবে টিকটিকির পায়খানাতে এক ধরনের সাদা অংশ রয়েছে। অনেকে মনে করে এই সাদা অংশটি খুবই বিষাক্ত। কিন্তু যে সাদা অংশ রয়েছে তাতে ইউরিক অ্যাসিড থাকে। 
টিকটিকির শরীরে ব্যাকটেরিয়া থাকতে পারে। আরে টিকটিকি যদি খাবারে পড়ে এবং সেই খাবার গ্রহণ করা হয় তাহলে বমি সহ বিভিন্ন ধরনের পেটের সমস্যা দেখা দিতে পারে। আর এই বিষয়ে বিস্তারিত জানার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

লেখকের মন্তব্য

পরিশেষে, এই আর্টিকেলে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আসলে সেটি টিকটিকি নিয়ে। প্রায় প্রতিটা বাড়িতেই এই টিকটিকি দেখা যায়। আর এই টিকটিকি নিয়ে অনেকে চিন্তায় পড়ে যাই কারণ ঘরে টিকটিকি থাকা ভালো না খারাপ এই নিয়ে। কিন্তু এ আর্টিকেলে টিকটিকি সম্পর্কিত সকল বিষয় আলোচনা করা হয়েছে। এমনকি এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে ঘরে টিকটিকি তাড়ানোর উপায় গুলো সম্পর্কে।

তাই যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আর্টিকেলটি বেশি বেশি শেয়ার করে দিন এবং অন্যকে পড়ার সুযোগ করে দিন। আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url