১৫ টি ফুলের নাম সম্পর্কে জানুন-পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলের নাম
আসসালামু আলাইকুম। আজকের বিষয়টি অনেক জনপ্রিয় একটি বিষয়। বিষয়টি হচ্ছে ফুল
নিয়ে আলোচনা। অবশ্য অনেকে ফুলের নাম শুনে পোস্টটি এড়িয়ে যাবে। কিন্তু আমরা কি
জানি পৃথিবীতে কত রকম ফুল আছে এবং কোন ফুল ছোট কোন ফুল বড়।
তাই এই আর্টিকেলে ফুলের সকল তথ্য নিয়ে আলোচনা করা হবে। সুতরাং এই পোস্টে বিভিন্ন
ফুলের নাম এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলের নাম কি সেটা নিয়েও বিস্তারিত আলোচনা
করা হবে। তাই সকল তথ্য জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।
পেজ সূচিপত্রঃ ১৫ টি ফুলের নাম সম্পর্কে জানুন-পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলের নাম
- ভূমিকা
- 15 টি ফুলের নাম
- অজানা ফুলের নাম
- বিদেশী ফুলের নাম
- পাহাড়ি ফুলের নাম
- বাংলার ফুলের নাম
- পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলের নাম
- পৃথিবীর সবচেয়ে বড় ফুল
- পৃথিবীর সবচেয়ে ছোট ফুলের নাম কি
- পৃথিবীর সবচেয়ে সুগন্ধি ফুল
- কোন ফুলের গন্ধে সাপ আসে
- হাসনাহেনা ফুল কখন ফোটে
- হাসনাহেনা ফুলের উপকারিতা
- গন্ধহীন ফুলের নাম
- শীতকালীন ফুলের নামের তালিকা
- বসন্ত কালে কি কি ফুল ফোটে
- লেখকের মন্তব্য
ভূমিকা
ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। আর ফুল পছন্দ করে না, এমন মানুষ পাওয়া প্রায়
অসম্ভব । অর্থাৎ ফুল সবার কাছেই পছন্দনীয়। পৃথিবীতে বিভিন্ন ধরনের ফুল রয়েছে
যেগুলো সম্পর্কে আমাদের জানা নেই। এই ফুল বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও ভালোবাসার
প্রতীক হিসেবে গণ্য করা হয়। কেননা ফুল ছাড়া ভালোবাসা দিবস অসম্পূর্ণ মনে হয়।
অনেক সময় দেখা যায় এই ফুলের মাধ্যমে প্রেম নিবেদন করে। পৃথিবীতে এমন কিছু ফুল
রয়েছে যেগুলোর সুগন্ধি অনেক বেশি। একটি গাছের সৌন্দর্য তখনই বেড়ে যায় যখন
গাছটিতে ফুল আসে।
আবার অনেক দেশে রাষ্ট্রীয় প্রতীক বলে আখ্যায়িত করা হয়েছে। যেমন বাংলাদেশের
জাতীয় ফুল বা প্রতীক হিসেবে শাপলা ফুলকে বিবেচনা করা হয়েছে। এই ফুল থেকে মধু
পাওয়া যায় এবং এই মধু অনেক সুস্বাদু হয়। উদ্ভিদের বংশবিস্তারে ফুল
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর যত দিন যাচ্ছে ফুলের ব্যবহার ততই বৃদ্ধি
পাচ্ছে। অনেকে ফুলের ব্যবসা করে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হচ্ছে।
15 টি ফুলের নাম
পৃথিবীতে এমন কিছু ফুল রয়েছে যেগুলো আমাদের কল্পনার বাইরে রয়েছে। অর্থাৎ এই
ফুলগুলো সম্পর্কে আমাদের কোন ধারণা নেই। আমরা হয়তো কয়েকটি ফুলের নাম জানি,
অন্যান্য ফুলগুলো সম্পর্কে জানা নেই। তাই এই পর্যায়ে আমরা কিছু ফুলের নাম নিয়ে
আলোচনা করব। সেই ফুলগুলোর নাম হয়তো আপনার অজানা রয়েছে। তাই চলুন অজানা কিছু
ফুলের নাম জেনে নিন। যেমন:
- প্যারোট বীক
- ওরিয়েন্টাল পপি
- ল্যাভেন্ডার ফুল
- গ্লাডিওলি ফুল
- গুল মোহর ফুল
- কচনার ফুল
- মোগরা ফুল
- প্রজাপতি মটরশুটি
- একনাশিয়া ফুল
- চাঁদ ফুল
- ডালিয়া ফুল
- ড্যাফোডিল ফুল
- পিউনি ফুল
- ফ্রিজিয়া ফুল
- এস্টার ফুল
উপরের ফুলগুলির নাম সম্পর্কে অবশ্যই অবগত হয়েছেন। এই ফুল গুলির মধ্যে অনেক ফুলের
নাম আপনার অজানা রয়েছে। কিন্তু এই আর্টিকেলের মাধ্যমে আপনি জেনে গেলেন অজানা
ফুলের নাম গুলো কি কি।
আরও পড়ুনঃ কি খেলে গায়ের রং ফর্সা হয়
অজানা ফুলের নাম
এই বিশ্বে নানান ফুলের সমাহার রয়েছে। এই ফুলগুলো এতটাই সুন্দর যে, অন্য জিনিসের
সৌন্দর্য বাড়িয়ে দেয়। বিশ্বে বিভিন্ন রকমের ফুল রয়েছে যেগুলো আমাদের প্রায়ই
অজানা। তাই প্রিয় পাঠক, এখন আমরা জেনে নিব কিছু অজানা ফুলের নাম। যেমনঃ
- তোতা ফুলঃ তোতা পাখি দেখতে যে রকম, এই ফুল দেখতে সেরকম। মায়ানমার সহ আরো কয়েকটি দেশে এই ফুল দেখা যায়।
- নাগকেশরঃ প্রথম উৎপন্ন দক্ষিণ আমেরিকায়। তবে বাংলাদেশেও এই ফুল দেখা যায়।
- বড়নখাঃ এই ফুল বিল, জলাভূমি ইত্যাদি জায়গায় জন্মে থাকে। কান্ডটা পানির নিচে থাকে। বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। যেমনঃ হাঁপানি।
- কলকে ফুলঃ হুকার কল্কের ন্যয় দেখতে হওয়ায় এর নামকরণ করা হয় কলকে। অনেক অনেক আগে এর বীজ দিয়ে গলার মালা বানানো হতো। এই ফুল দেখতে হলুদ রঙের হয়।
- এলামন্ডা ফুলঃ এই গাছটি দেখতে লতা প্রকৃতির। অর্থাৎ এটি লতার মত বেয়ে বেয়ে ওপরে ওঠে। দেখতে হলুদ রঙের হওয়ায় এটিকে Yellow Bell বলা হয়ে থাকে।
- কুঞ্জলতাঃ কুঞ্জলতা ফুল গাছ লতার মত দেখতে। এই ফুল দেখতে লাল রঙের এমনকি সাদাও দেখা যায়। এই ফুল অর্শ রোগের ওষুধ হিসেবেও কাজ করে। এই ফুল সকালের দিকে ফোটে।
- ডাভ অর্কিডঃ কোস্টারিকা সহ কয়েকটি দেশে এই ফুল দেখা যায়। ফুলের ভেতরটা দেখতে অনেকটা ঘুঘু পাখির মত।
বিদেশী ফুলের নাম
দেশি ফুলের নামগুলো আমাদের জানা থাকলেও বিদেশি ফুলেরা নাম আমার অনেকেই জানিনা।
অনেক বিদেশী ফুল আছে সেগুলো আমরা কোনদিন দেখিনি এবং নামও জানি না। এই বিদেশী
ফুলগুলোর নাম কি, চলুন জেনে নেওয়া যাক।
- ফ্রিংড টিউলিপ ফুল
- প্রোটিয়া ফুল
- এলেগেরা ফুল
- গার্ডেনিয়া ফুল
- টিউলিপ ফুল
- এডেনিয়াম ফুল
- এস্টার ফুল
- আইরিস ফুল
- ক্রোকাস ফুল
- লরেল ফুল
- ক্যামেলিয়া ফুল ইত্যাদি।
এই আর্টিকেল পড়ার মাধ্যমে আপনারা জানতে পারলেন কয়েকটি বিদেশি ফুলের নাম। এছাড়া
আরো বিভিন্ন ধরনের বিদেশী ফুল রয়েছে। সেগুলো জানতে চাইলে এই ওয়েবসাইটে নিয়মিত
ভিজিট করুন।
পাহাড়ি ফুলের নাম
প্রিয় পাঠক এবার আমরা জানবো পাহাড়ে কোন ফুল গুলো জন্মে থাকে। পাহাড়ি ফুল
সম্পর্কে আমাদের তেমন কোন ধারনা নেই বললেই চলে। কিন্তু অনেক পাহাড়ি ফুল আছে
সেগুলো দেখতে অনেক সুন্দর এবং উপকারী। চলুন জেনে নিন কিছু পাহাড়ি ফুলের নাম।
যেমনঃ
- লান্টানাঃ এর ডালপালাগুলো ছোট ছোট আকৃতির হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই জঙ্গলে দেখা যায়। এর ফুল লাল, হলুদ ইত্যাদি রঙের হয়ে থাকে। পাতাগুলো ক্ষতিকর হয়ে থাকে এবং ফল যখন পাকে, তখন খুব মিষ্টি হয়।
- পানিসরা ফুলঃ এটি পাহাড়ি ফুল। এটি দেখতে অনেকটা ছোট আকৃতির গাছ এবং কিছু লম্বা হয়ে থাকে। পানিসরা ফুলের রং সাদা। এটি বাংলাদেশ সহ আরও বিভিন্ন দেশে পাওয়া যায়।
- নাগবল্লী ফুলঃ নাগবল্লী ফুল পাহাড়ে জন্মে। এই কাজ অনেক ছোট আকৃতির দুই থেকে তিন ফুট। নাগবল্লী ফুলের রং হলুদ হয়ে থাকে।
- চন্দ্রা ফুলঃ চন্দ্রা ফুল পাহাড়ি অঞ্চলে বেশি দেখা যায়। চন্দ্রা ফুল বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এই ফুল দেখতে অনেকটা হলুদ প্রকৃতির হয়।
বাংলার ফুলের নাম
বাংলাদেশের বিভিন্ন ধরনের ফুল রয়েছে যে ফুলগুলো সম্পর্কে জানা একান্ত প্রয়োজন।
আশা করি এই ফুলগুলোর নাম আপনার জানা থাকলে পরবর্তীতে বিভিন্ন উপকারে আসবে। তাহলে
পড়ে নেওয়া যাক বাংলার ফুলের নাম গুলো কি।
- রক্ত কাঞ্চন
- কনক চাঁপা
- কেয়া
- দোলনচাঁপা
- কাঠগোলাপ
- অশোক
- কদম
- পদ্ম ফুল
- সূর্যমুখী
- টগর
- ধুতরা
- অপরাজিতা
- ডেইজি ফুল
- ডালিয়া
- পলাশ ফুল
- জুঁই ফুল
- শাপলা ফুল
- পরাগ ফুলে ইত্যাদি।
উপরোক্ত ফুলগুলো ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ধরনের ফুল রয়েছে যেগুলো সাজানো
থেকে শুরু করে বিভিন্ন রোগে ব্যবহার হয়।
পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলের নাম
পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলের নাম বলা অসম্ভব ব্যাপার। কেননা সব ফুল দেখতে অনেক
সুন্দর। এর মধ্যেও এমন একটি ফুল আছে যেটির আকর্ষণীয়তা এবং সৌন্দর্যের দিক দিয়ে
এগিয়ে রয়েছে। সেই ফুলটি হচ্ছে ব্লিডিং হার্ট। এই ফুলের বিভিন্ন রং হয়ে থাকে।
যেমন: হলুদ, সাদা, গোলাপী। এই ফুল ছাড়াও আরো কিছু ফুল রয়েছে যেগুলোর সৌন্দর্য
মানুষকে বিমোহিত করে তোলে। এক্ষেত্রে বলা যাই টিউলিপ ফুল সুন্দর ফুলের মধ্যে
একটি। অ্যানিমোন ফুল সৌন্দর্যের দিক দিয়ে পিছিয়ে নেই। এই ফুলটি দেখতে অনেক
সুন্দর।
আরও পড়ুনঃ বেগুন গাছের রোগ ও প্রতিকার সম্পর্কে
পৃথিবীর সবচেয়ে বড় ফুল
এখন আমরা জানবো পৃথিবীর বড় ফুলের নাম কি। পৃথিবীতে অনেক ফুল রয়েছে, এর মধ্যে
কিছু ফুল বড় আর কিছু ফুল ছোট। তবে এখন যে ফুলের সম্পর্কে বলা হবে সেটি হচ্ছে
পৃথিবীর সবচেয়ে বড় ফুল। এই ফুলের সন্ধান পাওয়া গেছে ইন্দোনেশিয়া। এই ফুলের
নাম হচ্ছে র্যাফলেশিয়া আর্নল্ডি। তবে এই ফুল থেকে পচা গন্ধ বের হয়।
পৃথিবীর সবচেয়ে ছোট ফুলের নাম কি
আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ছোট ফুলের নাম কি? যদি জানা না থাকে, তাহলে এই
আর্টিকেলটি পড়ার মাধ্যমে আজকে জেনে নিন ছোট ফুলের নাম। পৃথিবীতে অনেক ছোট ফুল
রয়েছে তার মধ্যে এই ফুলটি আরও ছোট। এই ছোট ফুলটির নাম হচ্ছে সুজিপানা। এটির
সাধারণত মূল থাকেনা। এটি পানির উপর ভেসে থাকে। এটিকে মাছ খাদ্য হিসেবে গ্রহণ করে
থাকে।
পৃথিবীর সবচেয়ে সুগন্ধি ফুল
পৃথিবীতে অনেক সুগন্ধি ফুল রয়েছে এবং এগুলো দেখতে অনেক সুন্দর। এই ফুল থেকে
বিশ্বের নামিদামি সুগন্ধি তৈরি করা হয়। এই ফুলের এতটাই সুগন্ধি রয়েছে যে, সবাই
চায় এই ফুলের সুগন্ধি নিতে। তায়েফি রোজ নামে ফুলটি অনেক সুগন্ধিযুক্ত ফুল।
সুগন্ধির জন্য এই ফুলের বিশ্বব্যাপী চাহিদা রয়েছে।
কোন ফুলের গন্ধে সাপ আসে
কোন ফুলের গন্ধে সাপ আসে সেটা জানার আগে জানতে হবে, ফুলের গন্ধে কি সাপ আসে।
সাধারণত আমরা ফুলের বাগানে সাপ দেখতে পাই। বাগানে সাপ আসতেই পারে কিন্তু সাপ যে
ফুলের গন্ধ এসেছে এটা বলা যাবে না। সাপ খাবার সংগ্রহ করার জন্য ফুলের বাগানে
থাকে। অনেক ফুল রয়েছে যেগুলোর সুগন্ধে অনেক কীটপতঙ্গ ছুটে আসে। এই কীটপতঙ্গ
খাওয়ার জন্য সাপ আসে। বিশেষ করে ব্যাঙ সাপ বেশি খেয়ে থাকে। তাই সাপ খাদ্য
সংগ্রহের জন্য ফুলের বাগানে আস্তে পারে।
হাসনাহেনা ফুল কখন ফোটে
আমরা অনেকেই হাসনাহেনা ফুলের নাম শুনেছি। এই ফুলের সুগন্ধ অনেক সুন্দর। এই ফুলের
সুগন্ধির কারণে অনেক পোকামাকড় কিংবা কীটপতঙ্গ এই গাছের কাছে ছুটে আসে। হাসনাহেনা
ফুল সাধারণত রাতে বেলায় ফুটে থাকে। এর গন্ধে সকলে বিমোহিত হয়ে যায়।
হাসনাহেনা ফুলের উপকারিতা
হাসনাহেনা ফুল যেমন অনেক সুগন্ধযুক্ত একটি ফুল, তেমনি এর উপকারিতাও অনেক রয়েছে।
এই ফুল বিভিন্ন রোগ নিরাময়ে বেশ কার্যকরী। যাদের কৃমির সমস্যা রয়েছে তারা এই
গাছের পাতার রস খেতে পারেন। হাসনাহেনা পাতার রস আমাশয় ভালো করার ক্ষেত্রে অনেক
কার্যকরী ভূমিকা রাখে। জ্বর হলে সেক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যায়।
আরও পড়ুনঃ শুটকি মাছের উপকারিতা ও অপকারিতা
গন্ধহীন ফুলের নাম
পৃথিবীতে যেমন সুগন্ধিযুক্ত ফুল রয়েছে, তেমনি এমন কিছু ফুল রয়েছে যেগুলোর কোন
গন্ধ নেই। গন্ধহীন ফুলগুলো হচ্ছে- কদম ফুল, শাপলা ফুল, পদ্ম ফুল, নয়ন তারা,
জিনিয়া ইত্যাদি। উপরোক্ত ফুলগুলো ছাড়া আরও বিভিন্ন ধরনের ফুল রয়েছে যেগুলোর
কোন প্রকার সুগন্ধি নেই।
শীতকালীন ফুলের নামের তালিকা
শীতকালে বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে। এর মধ্যে রয়েছে ডালিয়া, সিলভিয়া,
সূর্যমুখী, গাঁদা,অ্যাস্টার,পিটুনিয়া ইত্যাদি। শীতকালে আরও বিভিন্ন ধরনের ফুল
ফুটে থাকে। এই ফুলগুলো সম্পর্কে জানতে এই ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
বসন্ত কালে কি কি ফুল ফোটে
এবার চলুন জেনে নেওয়া যাক বসন্তকালে কি কি ফুল ফুটে থাকে। আপনারা অনেকেই জানেন
বসন্তকালে কি কি ফুল ফোটে আবার অনেকেই জানেন না। তাই যাদের জানা নেই তারা আজকে
জেনে নিন। বসন্তকালে কনকচাঁপা, দোলনচাঁপা, পলাশ, বেলি ফুল, শিমুল ইত্যাদি ফুলগুলো
বসন্তকালে দেখা যায়।
লেখকের মন্তব্য
পরিশেষে একটা কথাই বলার আছে, উপরের আর্টিকেলে ফুল সম্পর্কে সকল বিস্তারিত তথ্য
জানতে পেরে আপনি অবশ্যই উপকৃত হয়েছেন। কারণ এ আর্টিকেলে ফুল কখন ফুটে, কোন ফুল
সুন্দর, কোন ফুলের গন্ধ নেই, বিশ্বের বড় ফুল এবং ছোট ফুল কোনটি ইত্যাদি সম্পর্কে
জানতে পেরেছেন।
তাই অন্যজনকে উপকৃত করার জন্য অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিন এবং নতুন
নতুন তথ্য পাওয়ার জন্য এই ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সুস্থ থাকুন, ভালো
থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।